January 22, 2018 12:25 pm

একটা রাজশাহীর মুরগী দেও

এক লোক
বাজারে গেছে মুরগী কিনতে।
সে মুরগিওয়ালাকে বলল
একটা রাজশাহীর
মুরগী দেও।
মুরগিওয়ালা একটা মুরগি দিয়া বলল
এই নেন
রাজশাহীর
মুরগি।
লোকটা মুরগীর
পাছা দেখে কইলো।
অই
মিয়া এইডা তো রাজশাহীর
মুরগী না।
এটা যশোর এর
মুরগী।
মুরগিওয়ালা অনেক
খুজে আরেকটা মুরগি দিয়া কইলো এই
নেন রাজশাহীর
মুরগি।
লোকটা আবার
মুরগীর
পাছা দেখে কইলো,
ধুর
মিয়া এইডাও
তো রাজশাহীর
মুরগি না।
এটা ফরিদপুরের
এর মুরগী।
মুরগিওয়ালা এবার
অনেক ক্ষন
খুজে আরেকটা মুরগি দিয়া কইলো এই
নেন
এইটাতো রাজশাহীর
মুরগি হইবোই।
লোকটা এবার
রাইগা কইলো।
কি মিয়া?
কি ব্যবসা কর
একটা মুরগিও
চিনো না।
তোমার বাড়ি কই?
এইবার
মুরগিওয়ালা পিছন
ফিরে লুঙ্গি উপরে তুইলা কইলো আপনেই
দেইখা কয়া দেন
আমার
বাড়ী কই?

Comments

Leave a Reply