January 23, 2018 11:43 pm

এবার আলাদা হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া

বলিউড তারকা অভিষেক বাচ্চন – ঐশ্বরিয়া রায় দম্পতি এবার আলাদা থাকার মতো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চলেছেন । যে কোন দিন ডিভোর্স হতে পারে এ দম্পতির। তবে এক্ষেত্রে কারণ ভিন্ন। স্বামী স্ত্রীর কলহ নয়, কলহ শাশুড়ি জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বাচ্চনের সঙ্গে তেমন সমঝোতা নেই ঐশ্বরিয়ার। জানা যায়, জয়া বচ্চর ঐশ্বরিয়াকে শুধু তাঁদের পরিবারের ঐতিহ্যের কথা বলেন। এছাড়া অমিতাভ-জয়া নাকি অতিরিক্ত সব বিষয় নাক গলান। জয়া বাচ্চনের এই স্বভাবে হাঁফিয়ে এবার আলাদা থাকার মতো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চলেছেন বলিউড তারকা অভিষেক বাচ্চন – ঐশ্বরিয়া রায় দম্পতি। যে কোন দিন ডিভোর্স হতে পারে এ দম্পতির।তবে এক্ষেত্রে কারণ ভিন্ন। স্বামী স্ত্রীর কলহ নয়, কলহ শাশুড়ি জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বাচ্চনের সঙ্গে তেমন সমঝোতা নেই ঐশ্বরিয়ার।জানা যায়, জয়া বচ্চর ঐশ্বরিয়াকে শুধু তাঁদের পরিবারের ঐতিহ্যের কথা বলেন। এছাড়া অমিতাভ-জয়া নাকি অতিরিক্ত সব বিষয় নাক গলান। জয়া বাচ্চনের এই স্বভাবে হাঁফিয়ে গেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।গেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।- কাউন্সিল সদস্য ও অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল মুরাদ রেজা, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা: মো. ইসমাইল খান, শৃঙ্খলা কমিটির সদস্য ডা: জামাল উদ্দিন চৌধুরী ও কাউন্সিলের উপ রেজিষ্ট্রার ডা: মো. আরমান হোসেন।

বিঃদ্রঃ আমাদের পোস্টি ভালো লাগলে অনুগ্রহ করে শেয়ার ও কমেন্ট করবেন।

Comments

Leave a Reply