January 22, 2018 12:26 pm

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

আজ ২৫শে বৈশাখ ৷ আজকের এই
দিনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের মাঝে এসেছিলেন ৷ তার এই
জন্ম দিনে আমার একটি গানই মনে পরছে
“আমারও পরানে যাহা চাই
তুমি তাই , তুমি তাই গো
আমারও পরানে যাহা চাই “

Comments