January 23, 2018 8:10 pm

জনপ্রিয় জোকস্‌ – Popular Jokes -Top Six (6)

A.1 Popular Jokes – Archives for ইন্টারভিউ: 

চাকরির ইন্টারভিউ চলছে
বস: আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা নিয়ম মেনে চলি। প্রার্থী: কী কী স্যার? বস: আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা…

 B.2 Popular Jokes – চরিত্র ফুটিয়ে তোলা;

একজন বিখ্যাত অভিনেতার ইন্টারভিউ চলছে।
প্রশ্নকর্তা: আপনি তো যেকোনো চরিত্রই ফুটিয়ে তুলতে পারেন?
অভিনেতা: হ্যাঁ, শুধু নিজের চরিত্রটাই ফুটিয়ে তুলতে পারি না।
C.3 Popular Jokes – প্রেসক্রিপশন; 
বিয়ে করি না বলে বন্ধুরা যখন বিরক্ত করে, তখন তাদের আমি এই জোকসটা বলি… এক লোক ওষুধের দোকানে গিয়ে বিষ চাইল, কিন্তু দোকানের লোকটি কিছুতেই তাকে বিষ দেবে না।…
বাকিটুকু পড়ুন
জলে ফেলে দেওয়া

পড়াশোনার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝেছেন আমার ক্যারিয়ারের অবস্থা। টেনেটুনে পড়াশোনা শেষ করে আর কিছু হচ্ছে না। মানে ক্যারিয়ার বলতে কিছু নেই। কিন্তু বিয়েরও তো বয়স হয়েছে। এমন ছেলের কাছে…
বাকিটুকু পড়ুন

D.4 Popular Jokes – মেয়েদের মন বুঝতে পারার ক্ষমতা;
নববর্ষের আগের দিন। বিল্টু হেঁটে যাচ্ছিল বনের ভেতর দিয়ে। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শোনা গেল অশরীরী আওয়াজ, ‘বিল্টু’। বিল্টু: কে? কে কথা বলে? অশরীরী: ভয় পেয়ো না। আমি ইচ্ছাপূরণ দৈত্য।..

E.5 Popular Jokes –  যাদু; 

* হাসতে হাসতে লুঙ্গি খুলে গেলে কিন্তু আমি দায়ী না*
একবার কালু আর লালু দুজনে এক দোকানে গেল…….
দোকানে সবাইকে কাজে ব্যাস্ত দেখে কালু ৩টে চকলেট পকেটে পুরে নিলো। দোকানের বাইরে এসে…..
কালুঃ দেখলি তো…..আমি ৩টে চকলেট তুলে নিলাম,
অথচ কেউ কিছু বুঝতেই পারলো না।
তুই কখনই এটা করতে পারবি না।
এটা শুনে লালু খুব রেগে গিয়ে বললঃ চল, আমি এর থেকে কিছু বেশি তোকে দেখাচ্ছি।
তারা দুজনে আবার দোকানে গেল,
এবং লালু দোকানদারকে বললঃ আঙ্কেল, আপনি কি একটা জাদু দেখবেন?
দোকানদারঃ ঠিক আছে দেখাও।
লালুঃ তাহলে এরজন্য আমাকে ১টা চকলেট দিন।
দোকানদার লালুকে ১টা চকলেট দিল।
লালু সেটা খেয়ে নিয়ে আর ১টা চাইলো।
দোকানদার আবার ১টা দিল।
লালু সেটা খেয়ে নিয়ে আবার ১টা চকলেট চাইলো।
দোকানদার এবারও তাকে চকলেট
দিতেই লালু সেটাও খেয়ে ফেললো।
দোকানদারঃ আরে বাছা, এতে তোর জাদুটা কোথায় ??
লালুঃ উং…চুং…মুং.
এবার,
.
.

আমার বন্ধুর পকেট চেক
করুণ, আপনার ৩টে চকলেট
ফেরত পেয়ে যাবেন….।
F.6 Popular Jokes – প্রেমিক- প্রেমিকা; 

বান্ধবীকে রাতের বেলা বাড়ি পৌঁছে দিতে এসেছে বাবু। দরজার পাশে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে বললো সে, একটা চুমো খেতে দাও আমাকে।’ ‘কী? তুমি পাগল হলে? এখানে দাঁড়িয়ে না না না!’ ‘আরে কেউ দেখবে না। এসো, একটা চুমো।’ ‘না না, খুব ঝামেলা হবে কেউ দেখে ফেললে।’ ‘আরে জলদি করে খাবো, কে দেখবে?’ ‘না না, কক্ষণো এভাবে আমি চুমো খেতে পারবো না।’ ‘আরে এসো তো, আমি জানি তুমিও চাইছো — খামোকা এমন করে না লক্ষ্মী!’ এমন সময় দরজা খুলে গেলো, বান্ধবীর ছোট বোন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। চোখ ডলতে ডলতে সে বললো, ‘আপু, বাবা বলেছে, হয়তুমি চুমো খাও,নয়তো আমি চুমো খাই, নয়তো বাবা নিজেই নিচে নেমে এসে লোকটাকে চুমো খাবে —
কিন্তু তোমার বন্ধু যাতে আল্লার ওয়াস্তে ইন্টারকম থেকে হাতটা সরায়।’

জোকস ভালো লাগলে like /comments করতে ভুলবেন না।

Comments