January 23, 2018 11:35 pm

ঝুঁকিতে আড়াই কোটি বাংলাদেশির জীবন

আগামী ২০৫০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে পড়বে আড়াই কোটি বাংলাদেশির জীবন। শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী দেশ ভারতের চার কোটি মানুষও চরম ঝুঁকির মধ্যে পড়বে। চীন ও ফিলিপাইনের প্রায় সাড়ে তিন কোটি মানুষও রেহাই পাবে না। জাতিসংঘের পরিবেশ বিষয়ক এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

ঝুঁকিতে আড়াই কোটি বাংলাদেশির জীবন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

ঝুঁকিতে আড়াই কোটি বাংলাদেশির জীবন
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

দ্য গ্লোবাল আউটলুক (জিইও-৬): আঞ্চলিক মূল্যায়ন শীর্ষক প্রতিবেদনে প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরা হয়েছে। দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি দেশের সাতটিই এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এক্ষেত্রে শীর্ষে রয়েছে ভারত।

এরপরই অবস্থান বাংলাদেশের। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক সংকটে মানুষের জীবন-জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একইসঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে বাড়তে পারে দারিদ্র্যের হার।

Comments