January 23, 2018 8:09 pm

তোমার চাহনিতে কিছু যেন বলার ছিল

তোমার চাহনিতে কিছু যেন বলার ছিল;
সে নিরব ভাষা আমার প্রানে দোলা দিল;
আমার এত দিনের চেনা জগত এক নিমেষে পালটে গেল ;
আমি নেই আমার মাঝে ; তোমায় ভাবি সকাল সাঁঝে;
বুঝে গেছি আমার- তোমার বয়সী দিন শুরু হল।
(১) তোমার চাহনিতে কিছু যেন বলার ছিল……।

তোমার যাওয়া আসার সময় গুলো খেয়াল করি ;
ভাবনাতে চাঁদনী রাতে ভাসাই তরি ;
এ আমার কি যে হল , ব্যাস্ততা কোথায় গেল ;
দিনে দিনে তোমার জন্য অচিন রঙে মন রাঙ্গিল ;
(২) তোমার চাহনিতে কিছু যেন বলার ছিল………।।

শেষ বিকালের সময় গুলো এখন আমার অনেক দামি ;
ভাবে মন আমার জন্য এ জগতে শুধুই তুমি ;
আমি যেন নেই আর আমি ; হৃদয়ে শুধুই তুমি;
বইয়ের পাতায় , কথায় , দেখায় , তোমার ছবি ছেয়ে গেল ।
(৩) তোমার চাহনিতে কিছু যেন বলার ছিল……।

রাত গুলো দিনের সাথে কথা কয় বন্ধু বেশে ;
বাধা সময় তোমার কাছে কোথায় যেন হারাতে চায় ;
তোমার ঐ কোমল দেহে ; তৃতীয় নয়ন আটকে গেল ;
তোমার চাহনিতে কিছু যেন বলার ছিল……………। । ।
(৪)সে নিরব ভাষা আমার প্রানে দোলা দিল……………।

মিলন বাঙালী (২৯/৪/১৪)

Comments

Leave a Reply