January 22, 2018 11:54 pm

নতুন ফলক || নিয়াজ

খালি মন নিয়ে হাঁটছে মানুষ, কারো মুখে কথা নাই। ঘুরছে নিজের মতোন, ছিড়ে যাওয়া ঘুড়ি উড়ছে, মাথার ভেতরে এক একটা নীল আকাশে কোনো মেঘ নাই

কালো ডানাময় ভেসে যাওয়া স্বপ্ন নাই… ফিরে ফিরে যাওয়া; কার ঘরে আলো নাই? মৃত মানুষের কোনো ভাবনা নাই।

কি ভাবতে হয়? ভাবনার খোরাক ফুরিয়ে গেলে মানুষের ভেতরে আদি পিতা জাগ্রত হন। পিতা’র ডান হাতে শিকার, বা হাতে না বুঝে বেঁচে থাকার স্বপ্ন। বাঁচতে হয়। না বুঝেও বাঁচতে হয়। মাটির গভীরতা ছুয়ে গেলে মাঝে মাঝে খুব বেঁচে থাকতে ইচ্ছা হয়; খুন করেও বেঁচে থাকা চাই, স্বপ্ন চাই, শিকার চাই, মৃত্যু চাই।

খুটি গাড়তে হয় গভীরতা মেপে। সময় গভীরতা বাড়ায়, মাটি রং বদলায়, মানুষ বদলায়, ইচ্ছা মরে গেলে মাটিতেই ফিরে যায়। কার ঘর স্বপ্ন দেখে ডাকছে বিষাদময়? কার ঘরে কোনো তালা নাই? আলো নাই? নজরে কেউ নাই? সাদা কাফনের ভেতরে দমবন্ধ… দম বন্ধ, খুব অন্ধকার।
খুটিতে টাঙ্গানো পরিচয় বড় বড় হরফ বলে, এখানেই আছি, এক একটা খোলা আকাশ হারানো মানুষের মাঝে, স্বতশ্চলপদ সবাই চলে গেলে; খুটি একলাই আকাশ দেখে।।

Comments

Leave a Reply