January 22, 2018 12:21 pm

প্রতিদিনের চাকরির খবর (পড়াশুনা)

মনে রাখুন ছোট-বড়

১.সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।
২.সবচেয়ে ছোট বিভাগ-ময়মনসিংহ ।
৩.অায়তনে বড় জেলা-রাঙামাটি।
৪.অায়তনে ছোট জেলা-মেহেরপুর/
(নারায়ণগঞ্জ -উইকিপিডিয়া)
৫.জনসংখ্যায় বড় জেলা-ঢাকা।
৬.জনসংখ্যায় ছোটজেলা-বান্দরবন।
৭.আয়তনে বড় থানা-শ্যামনগর
(সাতক্ষীরা)
৮.অায়তনে ছোট থানা-কোতোয়ালী
(ঢাকা)।
৯.জনসংখ্যায় বড়থানা বেগমগঞ্জ
(নোয়াখালী)।
১০.জনসংখ্যায় ছোটথানা-রাজস্থল
ী(রাঙামাটি)।
১১.বাংলাদেশের সর্ব
দক্ষিণ- পশ্চিমেরথানা-শ্যামনগর
(সাতক্ষীরা)।
১২.বাংলাদেশেরসর্বউত্তরপূর্বের
থানা:জকিগঞ্জ,সিলেট।
১৩.সবচেয়ে বড় গ্রাম-বানিয়াচং,
হবিগঞ্জ।
১৪.সর্ব পূর্বের জেলা-বান্দরবন।
১৫.সর্ব পশ্চিমেরজেলা-চা
ঁপাইনবাবগঞ্জ।

১৬.সর্ব উত্তরের জেলা- পঞ্চগড়।
১৭.সর্ব দক্ষিণেরজেলা- কক্সবাজার।
১৮.সর্ব পূর্বের থানা/উপজেলা- থানচি।
১৯.সর্ব পশ্চিমেরথানা- শিবগঞ্জ।
২০.সর্ব উত্তরের থানা- তেঁতুলিয়া।
২১.সর্ব দক্ষিণেরথানা- টেকনাফ।
২২.সর্ব পূর্বের স্থান- আখাইন ঠং।
২৩.সর্ব পশ্চিমেরস্থান- মনাকশা।
২৪.সর্ব উত্তরের স্থান- বাংলাবান্ধা।
২৫.সর্ব দক্ষিণেরস্থান- ছেঁড়াদ্বীপ

Comments