January 22, 2018 12:20 pm

বাংলা কৌতুক – BD Jokes, বাংলা জোকস

01. নাতনীর বাসর
নাতিনীর বিয়ে হল । নাতনী যাতে বাসর রাতে ভয় না পায় সেজন্য নানী পাশের ঘরে ঘুমাতে গেলেন।

যথারীতি বাসর রাতে নাতনী ও নাত জামাই ঘরে ঢুকল।
কিছুখন পর … … …
মশারী খাটনোর জন্য নাতনী উঠে দাড়াতেই খাটের স্ট্যান্ডের সাথে প্রচন্ড জোরে মাথায় বাড়ি খেয়ে নাতনী বলে উটল … … ওও মাথা গেল রে … … …

তখন পাশের রুম থেকে নানী বলে উঠল আল্লাহ আল্লাহ কর। মাথা যখন গেছে বাকিটাও যাবে।

02. হাজমোলা নাও
রোববার দুপুরবেলা আমাদের পচাদা বারান্দায় বসে বিড়িতে একটু সুখটান দিচ্ছিলো। এমন সময় এক ভিখিরি এসে বললো, “বাবা, তোমার প্রতিবেশী আমাকে পুরো পেট ভরে খাইয়েছে। তুমিও কিছু দাও বাবা!”

পচাদা সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে একটা হাজমোলার প্যাকেট বার করে বললো, “পেট ভরে তো খেয়েইছো, এই নাও হাজমোলা। এটা খেলে হজমও হয়ে যাবে!”

জুন আই কাম ইন স্যার?
বাচ্চাদের স্কুলে ইংরেজিটা নতুন পড়ানো শুরু হয়েছে।

বল্টু ক্লাসের দরজায় দাঁড়িয়ে বললো, “জুন আই কাম ইন স্যার?”

স্যার একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, “এই নতুন ইংরেজি কোত্থেকে আমদানি করলে?”

বল্টু বললো, “কেনো স্যার, আপনিই তো বলতে বলেছিলেন!”

স্যার, “আমি? আমি তো মে আই কাম ইন স্যার বলতে বলেছিলাম।”

বল্টু, “স্যার, ওটাতো আপনি গত মাসে বলেছিলেন। মে মাস তো শেষ। আজ থেকে তো জুন মাস শুরু।”

স্যার অজ্ঞান!
03. শয়তান ছেলে
রাস্তায় এক যুবতী হেটে যাচ্ছে।
এক যুবক তার দিকে তাকিয়ে আছে।
যুবতীটি যুবককে তাকিয়ে থাকতে দেখে বলল-
যুবতীঃ কি দেখছেন এইভাবে??
যুবকঃ আপনাকে।
যুবতীঃ শয়তান ছেলে!! এইভাবে
তাকিয়ে আছেন কেন?
জীবনে কি কখনো মেয়ে দেখেন নাই??
আপনার ঘরে কি মা বোন নাই??
যুবকঃ জ্বী মা বোন তো আছে কিন্তু নানী নাই।
আপনি দেখতে একদম আমার নানীর মত
পুরাই পচায় দিলো রে
04.খুব ভয় পায় মামুন
বিমানে চড়তে খুব ভয় পায় মামুন।
দুরের যাত্রায় তাই সে ট্রেনে করে যাতায়াত করে।
একবার চট্টগ্রাম যাওয়ার পথে উপরের বার্থের টিকেট করেছে মামুন।
যাত্রাপথে ঘন্টাখানেক ঘুম দিয়ে হঠাৎ খেয়াল হলো মামুনের, ওর টূপিটা নেই।
ওপরের বার্থে শুয়ে শুয়ে নিচের বার্থে হাত বাড়িয়ে মামুন ওর টুপি খুঁজতে শুরু করলো।
নিচ থেকে নারী কন্ঠের আর্তনাদ ভেসে এলো হঠাৎ, এই, কি করছো?বললো সেই নারীকন্ঠ।
সরি, আমি আমার টুপিটা পাচ্ছিনা, সেটাই খুজছিলাম। জবাব দিলো মামুন।
কিন্তু এটা আপনার টুপি না। রাগে গজগজ করলো মহিলাটি।
হ্যাঁ, বুঝতে পেরেছি। বললো মামুন, আমার টুপিটা গোল নয়। তাছাড়া ওটার মাথায় আপনারটার মত বোতাম লাগানো নেই।

Comments