January 22, 2018 11:43 pm

ভূমিকম্পের পরে ফেসবুকে মুশফিক ও সাব্বির

ভূমিকম্পে সারা বাংলাদেশে সোমবার সকালে সবার ঘুম ভেঙেছে। আতঙ্কগ্রস্ত মানুষদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।

মুশফিক

মুশফিক

ভারতের মনিপুর রাজ্যে ৬.৮ মাত্রার এই ভূমিকম্প বাংলাদেশ সময় ৫ টা সাত মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পে আতঙ্কিত মানুষ বাসা থেকে নিচে নেমে আসে। আতঙ্কিত মানুষদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুক পেজে দেয়া একটি পোস্ট করেন মুশফিকুর রহিম।

ভূমিকম্পের সময় করণীয় বিষয়গুলোর নির্দেশনা সংবলিত ছবিসহ দেয়া পোস্টে তিনি বলেন, ভূমিকম্পের পরেই সেটার একটা পরবর্তী প্রভাবে আরেকবার কম্পন অনুভূত হয়। সবাই ভূমিকম্পের সময় এই নির্দেশনাগুলো অনুসরণ করুন। আল্লাহ আমাদের সবার সহায়ক হোন।

সাব্বির রহমান

সাব্বির রহমান

এদিকে সাব্বির রহমান তার সমর্থকদের ভূমিকম্পের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এটা অনেক বড় ছিল (৬.৭ মাত্রা)! আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন।

www.ittefaq.com.bd

Comments