January 22, 2018 12:21 pm

ভয়ংকর বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য উন্মোচিত

ভয়ংকর বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য উন্মোচিত

ভয়ংকর বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য উন্মোচিত

বারমুডা ট্রায়াঙ্গল। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এক রহস্যময় অঞ্চলের নাম। এ অঞ্চল থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ায় কথা বলা হয়ে থাকে। অনেকে মনে করেন ঐ সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, আবার কারও কারও মতে এসবের পেছনে দায়ী হল অতিপ্রাকৃতিক কোনও শক্তি। সাধারণ জনগণ থেকে শুরু করে গবেষক-অর্থাৎ সবার কাছে বারমুডা ট্রায়াঙ্গল যেন এক বিভ্রান্তির নাম। তবে সম্প্রতি বিজ্ঞানীরা কয়েকটি গর্তের সন্ধান পেয়েছেন, যা বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য উন্মোচনে ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

সম্প্রতি নরওয়ের উপকূলবর্তী বারেন্টস সাগরের তলদেশে বিশাল আকারের বেশ কয়েকটি খাদ বা গর্ত আবিষ্কারের ঘটনায় বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যভেদের একটি সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, বিজ্ঞানীরা আধা মাইল পর্যন্ত চওড়া ও দেড়শো ফুট পর্যন্ত গভীরতাসম্পন্ন কয়েকটি গর্তের সন্ধান পেয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ নরওয়ে উপকূলে সৃষ্ট মিথেন গ্যাসের কারণে গর্তগুলো তৈরি হয়েছে।

Comments