January 22, 2018 11:42 pm

অনন্য অর্জনে আপ্লুত মুস্তাফিজ – এক ভয়ানক রহস্য

বয়স মাত্র ২০ বছর ২ মাস ২৭ দিন। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র নয়টি। বল করেছেন ৪৫২টি। উইকেট পেয়েছেন ২৬টি। পরিসংখ্যানের এইটুকু দেখলে একেবারেই সাদামাটা আর শিক্ষানবীশ এক বোলার মনে হবে মুস্তাফিজুর রহমানকে। কিন্তু দুনিয়ার অনেক ব্যাটসম্যানই এখন জানেন, ‘সাদামাটা’ এই মুস্তাফিজের মধ্যে লুকানো আছে কী এক ভয়ানক রহস্য। সেই রহস্য দিয়ে বাংলাদেশকে এরই মধ্যে অনেক ম্যাচ জিতিয়েছেন। এবার জয় করে নিলেন আইসিসির ক্রিকেট বিশেষজ্ঞদের মনও।

Mostafijur Rohoman -মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ঠাঁই পেয়ে গেলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে আইসিসি। চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়া ম্যাচ শুরুর আগ মুহূর্তে মুস্তাফিজ তার এই অর্জনের খবরটি পান। প্রথমে ঢাকার টিম ম্যানেজার তাকে খবরটি দেন। তবে পুরোপুরি নিশ্চিত হয়েছিলেন মাঠে প্রবেশ করার পর।

সবসময়ই অনুভূতি জানানোর ব্যাপারে ‘কৃপণ’ মুস্তাফিজ বললেন, এতো অল্প বয়সে এই অর্জনে তিনি যারপরনাই আনন্দিত, ‘আমি ওই সময় মাঠে ছিলাম। সবাই অভিনন্দন জানাচ্ছে। আমার অনেক ভালো লেগেছে। প্রথম থেকেই আমার চেষ্টা ছিল ভালো খেলার। সবসময় নিজের সেরাটা খেলাটা খেলতে চাই। বিশ্বের সেরা ১১ জনের মধ্যে আমি একজন। অন্যদের তুলনায় আমি খুব ছোট। ছোট মানুষ বড় জায়গায় সুযোগ পেলে ভালোতো লাগবেই।’

মুস্তাফিজের এই অর্জনে স্বভাবতই খুব খুশী তার জাতীয় দল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। মুস্তাফিজের দলের বিপক্ষে জয়ের পরই এই খবর প্রসঙ্গে বলছিলেন, ‘এটা আমাদের সবার জন্যে বড় একটি অর্জন। আশা করছি সে এ সাফল্য ধরে রাখবে। এক সময়ে টেস্ট দলেও জায়গা করে নেবে। এতো অল্প বয়সে এত তরুণ একজন ক্রিকেটার এত বড় একটি জায়গায় গিয়েছে সেটা আমাদের পুরো বাংলাদেশের জন্যে গর্বের বিষয়।’

– See more at: www.ittefaq.com.bd

Comments