January 21, 2018 6:56 am

যেতে যেতে চেন্নাই

দেয়ালে দেয়ালে তামিল ভাষায় যে শব্দগুচ্ছ লেখা

মুখ্যমন্ত্রী জয়ললিতার ছবি ছাড়া
তার সবকিছুই অচেনা আমার ।
অচেনা শব্দগুলি তোমার লেখা প্রেমপত্র ভেবে
যেই আমি পড়তে শুরু করেছি
অমনি পোস্টারে সাঁটা ছবি “তুমি” হয়ে
হিহি হিহি করে হেঁসে উঠলো ।

নারী, এতো দুর্বোধ্য কেন তুমি, বলতো ?

*ইকবাল রাশেদীন*

Comments

Leave a Reply