January 23, 2018 8:11 pm

BCS Preparation : বাংলাদেশে তথ্যপ্রযুক্তি

BCS Preparation : বিসিএস প্রস্তুতির জন্য আপনাদের কাছে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ণ তথ্য তুলে ধরলাম। আশা করি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।

বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন “পিপীলিকা” উদ্বোধন করা হয় – ১৩ এপ্রিল ২০১৩ ।
বাংলাদেশে সাইবার ক্যাফে চালু হয় – ১৯৯৯ সালে, বনানীতে।
বাংলাদেশের প্রধান সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম – বেসিস। ১৯৯৭।
বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট হলো – বিজয় (উদ্ভাবক মোস্তফা জব্বার , ১৬ ডি: ১৯৯৮)

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে – ১৯৯৬ সালে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার হয় – ১৯৯৩ সালে।
বাংলাদেশে প্রথম মোবাইল সুবিধা আসে – ১৯৯৩ সালের এপ্রিল মাসে।
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম – সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
e-TIN পদ্ধতি চালু – ১ জুলাই ২০১৩

BCS Preparation : বাংলাদেশে তথ্যপ্রযুক্তি

BCS Preparation

বাংলা সামাজিক সেবা বেশতো (Beshto) চালু হয় – ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ।
বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’ চালু হয় – ২১ফেব্রয়ারী ২০১৩।
বাংলাদেশে গুগল স্ট্রীট ভিউ কার্যক্রম চালু হয় – ৯ ফেব্রুয়ারি ২০১৩ ।
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করা হয় – যশোর জেলাকে ২০ ডিসেম্বর ২০১২
বাংলাদেশে থ্রিজি(3G) প্রযুক্তি প্রথম উদ্বোধন করা হয় – ১৪ অষ্টোবর ২০১২

মোবাইলফোনে বাংলায় এস এম এস (ShortMessage Service-SMS) উদ্বোধন করা হয় – ২১ ফেব্রুয়ারী ২০১২.
বাংলাদেশের তৈরি ল্যাপটপ প্রথম দোয়েল বাজারে আসে – ১১ অক্টোবর , ২০১১।
দেশের সকল জেলায় ই-সেবাকেন্দ্র চালু করা হয় – ১৪ নভেম্বর ২০১১
বাংলাদেশে ইলেষ্ট্রনিক বুক(EBOOK)-এরযাত্রা শুরু কবে – ২৪ এপ্রিল ২০১১
বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় – জুন, 2009, Banglalion

বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় – ১৯৯২ সালে।
বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা – কম্পিউটার জগত, ১৯৯১ সালে প্রকাশিত হয়।
বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় – ৪ জানুয়ারী, ১৯৯০।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় – ১৯৯০ সালে।

বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় – ১ ডিসেম্বর ১৯৮০ সালে।
আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে – ১৯৬৪ সালে
বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় – ১৯৬৪ সালে পরমাণু শক্তি
কেন্দ্র,ঢাকায়।IBM-1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার।

বি:দ্র: আমাদের ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে বা উপকারী মনে হয়, তাহলে অনুগ্রহ পূর্বক আমাদের সাইট – টি শেয়ার করবেন সেই সঙ্গে আমাদের ফেইসবুকে লাইক দিবেন। ওয়েবসাইট পরিদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ।

Comments